মহান আল্লাহ পাক উনি উনার কোন বান্দা-বান্দীদেরকে বাদ দিতে চান না বা জুদা করতে চান না । বান্দা- বান্দীরা তাদের বদ আমলের কারনে মহান আল্লাহ পাক উনার থেকে জুদা হয়ে যায়। ঠিক তেমনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনিও উনার কোনো উম্মতকে বাদ দিতে চান না বা জুদা করতে চান না। কিছু উম্মত তাদের বদধারণা, বদ আমলের কারনে হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছ থেকে জুদা হয়ে যায় ।
এখানে একটা ওয়াকেয়া উল্লেখ করা হয়েছে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় ।
“একবার হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস সালাম উনি মহান আল্লাহ পাক উনার কাছে জানতে চাইলেন , ইয়া বারে ইলাহী , “ আপনি আপনার বান্দাদেরকে কত দয়া করেন , ইহসান করেন , মুহব্বত করেন তাহলে কি করে এসব বান্দাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন” তখন মহান আল্লাহ পাক চুপ থাকলেন , কিছু বললেন না । পরে মহান আল্লাহ পাক হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস সালাম উনাকে জানিয়ে দিলেন , আপনি জমিতে ধান,গম চাষ করুন। হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস সালাম মহান আল্লাহ পাক উনার নির্দেশ মুবারক পেয়ে জমিতে ধান, গম চাষ করলেন । ফসল হলো। তিনি কিছু ফসল কেটে ঘরে আনলেন আর কিছু ফসল ফেলে রেখে আসলেন। মহান আল্লাহ পাক জানতে চাইলেন , ‘ আপনি এত কষ্ট করে ফসল ফলালেন,এত যত্ন করে ফসল ফলালেন তবে কেন কিছু ফসল রেখে আসলেন? সব আনলেন না! তখন হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস সালাম বললেন, যে ফসল গুলো জমিতে রেখে এসেছেন তা কোনো কাজে আসবে না, তাই ফেলে রেখে এসেছি। তখন মহান আল্লাহ পাক বললেন ,আমিও সে সব বান্দাদেরকে জাহান্নামে নিক্ষেপ করি যারা কোনো কাজে আসে না। মহান আল্লাহ পাক উনার নাফরমানী করে থাকে । তওবা করেও ফিরে আসে না
"নাউযুবিল্লাহ"
অতএব উপরের নসীহত থেকে আমাদেরকে খুব চিন্তা অর্থাৎ ফিকির করা উচিত । আমরা যেন মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম উনার এবং সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম সুলত্বানুন নাছীর ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং মহাসম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের আদেশ- নিষেধ মুবারক সব সময়ের জন্য মেনে চলতে পারি । যাতে আমাদের বদ আমলের কারণে মহান আল্লাহ পাক এবং উনার হাবীব নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম সুলত্বানুন নাছীর ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং মহাসম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের থেকে জুদা হতে না হয় । মহান আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তাওফীক দান করুন
"আমীন "
1 Comments
Amin
ReplyDelete