প্রাণপ্রিয় নবীজি নূরে মুজাসসাম,হাবীবুল্লাহ,সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বতামুন নাবিয়্যিন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি ইরশাদ মুবারক করেন,
استماع الملاهى معصية جلوس عليها فسق وتلذذ بها من الكفر
অর্থ: "গান শোনা গুণাহের কাজ, গানের মজলিসে বসা ফাসেকী এবং গানের স্বাদ গ্রহণ ও প্রশংসা করা কুফরী"
"নাউযুবিল্লাহ"
অন্য পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছেন,
الغناء ينبت النفاق فى القلب كما ينبت الماء الزرع
অর্থ: "পানি যেরূপ জমীনে ঘাস উৎপন্ন করে গান-বাজনা তদ্রুপ অন্তরে মুনাফিকী পয়দা করে"
"নাউযুবিল্লাহ"
(বায়হাক্বী ফী শুয়াবিল ঈমান)
আখেরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বতামুন নাবিয়্যিন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি আরো ইরশাদ মুবারক করেন,
بعثت لكسر المزامير والاصنام
অর্থ: "আমি বাদ্য-যন্ত্র ও ছবি,মুর্তি ধ্বংস করার জন্যে প্রেরিত হয়েছি"
"নাউযুবিল্লাহ"
কাজেই গানবাজনা,ছবি-টিভি এগুলো পবিত্র দ্বীন ইসলামে সম্পূর্ণরুপে হারাম ও নাজায়িজ।
এগুলোর পরিবর্তে কাছিদা শরীফ,হামদ শরীফ,না’ত শরীফ লেখা,পাঠ করা,শোনা খাছ সুন্নত মুবারক
"সুবহানাল্লাহ"
0 Comments